আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে আরও ৫ জন করোনা আক্রান্ত

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জে গেল ২৪ ঘন্টায় আরও ৫জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন করে ১৮ জন সুস্থ হয়েছেন। জেলায় ১৫৮ জ‌নের ক‌রোনার নমুনা পরীক্ষা করা‌নো হয়।

সোমবার ১লা ফেব্রুয়ারী জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন অফিস আরও জানায়,  জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৫১৮ এবং মোট মৃত্যুর সংখ্যাটা ১৫৫ জনের।

এছাড়া অঞ্চল ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৩৩৪২, রূপগঞ্জ উপজেলায় ১৫৬১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮৯১,আড়াইহাজার উপজেলায় ৬৮৯, বন্দর উপজেলায় ৪৪১ ও সোনারগাঁও উপজেলায় ৮৩৯ জন।

এ পর্যন্ত অঞ্চল ভিত্তিক মারা গেছে,  সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৮০, রূপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৬, সোনারগাঁও উপজেলায় ২৭ জন,আড়াইহাজার উপজেলায় ৪ ও বন্দর উপজেলায় ৬।