আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পরিদর্শনে পুলিশ সুপার

শহর সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর নৌ থানা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের নৌ পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) বিকালে মাসিক কর্মসূচীর অংশ হিসেবে এ সদর নৌ থানা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে এসপি খন্দকার ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আমাদের এ পরিদর্শনের উদ্দেশ্যই হলো এখানে যেসকল ফোর্স অফিসার আছে তাদের সরকারিভাবে যেসকল সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো ঠিকঠাক মত আছে কি না? কারো কোন অভিযোগ আছে কি না, সেগুলো দেখা। নৌ পুলিশের যেসকল কর্মকান্ড, সেগুলো ঠিকমত হচ্ছে কি না এবং এ বিষয়ে এলাকাবাসীর সাথে কিছু মতবিনিময় করা। এছাড়াও কোথাও কোন দুর্ণীতি ও অনিয়ম হচ্ছে কি না? সে বিষয়গুলো জানা এবং গণমাধ্যমের সাথেও আলোচনা করা। কেননা, মিডিয়াকর্মীদের কাছ থেকেই আসল তথ্যটা জানা যায়।

তিনি আরও বলেন, নৌ পুলিশের বড় প্রাপ্তি হলো ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় নৌ পুলিশ গড়ে ওঠে। কিন্তু নৌ পুলিশের বিধিমালা হচ্ছিলো না। এ বিধিমালাটা এ বছরই পাস হয়েছে। যার পরিপ্রেক্ষিতে নৌ পুলিশের অধিক্ষেত্রে যেসকল অপরাধগুলো হয়, সেগুলো তদন্তের দায়িত্ব পেয়েছি। এ তদন্তের দায়িত্বটা আমাদেরকে আরও বেশি বলিষ্ঠ করে তুলেছে এবং আইনগতভাবে আমরা অনেক বেশি শক্তিশালী হয়েছি। যারফলে জনগণকে আরও বেশি সেবা দিতে পারবো।

পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সদর নৌ থানাতে ব্যাটমিন্টন খেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগের নৌ পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের নৌ পুলিশের সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ শহিদুল আলম, আইসি পাগলা ইন্সপেক্টর মো: মোমিন, ডিডি মোবারক হোসেন

সর্বশেষ সংবাদ