আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক:

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ও সফল সংগঠন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে পহেলা এপ্রিল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ে সদ্য যোগদানকারী সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরোও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. সাইফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সচিব মো. নিজাম উদ্দিন, সক্রীয় কর্মী মো. পারভেজ, ফাতেমা আক্তার ইতি ও কবি মিতা প্রধান। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক বলেন, সদর উপজেলায় সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। যেকোন প্রয়োজনে সমাজ কর্মীদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দরজা সবসময় খোলা থাকবে। মানব কল্যাণ পরিষদের সফলতা কামনা করে তিনি আরো বলেন, সকল জিও, এনজিওদের সমন্বয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আমরা ভালো কিছু করতে চাই এবং সরকারের উন্নয়নে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর প্রত্যয়ে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কাজে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।