আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলার অবৈধ ইটভাটার তালিকা চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জসহ ৫ জেলায় অবৈধ ইটভাটার তালিকা অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
১৫ ফেব্রুয়ারি এই ৫ জেলার ডিসিকে ব্যক্তিগতভাবে জুমে সংযুক্ত থেকে এ প্রতিবেদন দিতে বলা হয়। নারায়ণগঞ্জ ছাড়া অন্য ৪ জেলা হলো-ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ও মানিকগঞ্জ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী ছিলেন সাঈদ আহমেদ রাজা। ফায়ার সার্ভিসের পক্ষে আইনজীবী মুনীরুজ্জামান।

এর আগে, গত বছরের ৪ ফেব্রুয়ারি বায়ু দূষণ রোধে ঢাকা শহরের প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ি, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।