নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের রিমান্ড
সংবাদচর্চা ডট কম:
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার (১১ মার্চ) নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আড়াইহাজার থানায় দায়ের করা একটি মামলায় তিনদিনের রিমান্ডের আদেশ দেয়া হয়।
মামুন মাহমুদের পক্ষে আইনজীবি মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান রিমান্ডের আদেশে জামিন আবেদন করলে, আদালত তার জামিন আবেদন খারিজ করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।