সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আন্তর্জাতিকভাবে নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য যা রয়েছে তা অনেক উচু মানের। এরকম একটি জায়গায় কাজ করতে পেরে আমি গর্বিত। নারায়ণগঞ্জে (শুক্রবার) আমার ১৮তম দিন। এর মধ্যেই আমি নারায়ণগঞ্জকে ভালোবেসে ফেলেছি।
শুক্রবার ২২ই জানুয়ারি সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে নীট কনসার্ন মাস্টার্স ক্রিকেট সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ফুটবলে আমাদের সোনালী অতীত রয়েছে। কিন্তু সাবেক ক্রিকেটারদের নিয়ে এরমকম টুর্নামেন্ট বোধ করি বাংলাদেশের কোথাও আর হয় না। নারায়ণগঞ্জকে এরকম কার্যক্রমের জন্য পথিকৃৎ হিসেবে বিবেচনা করা উচিত। আমি তাদের স্যালুট করি যারা নারায়ণগঞ্জের জন্য এরকম ভালো ও মহৎ কাজ করে থাকে। এবং এটি শুধু নারায়ণগঞ্জের জন্য নয় পুরো বাংলাদেশের সকল ক্রিকেটারদের জন্য একটি ভালো বিষয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহসভাপতি ইসমাইল বাবুল ও ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ইকরামুল ফেরদৌস পাপ্পু, ক্রীড়া সংস্থার সদস্য মাকসুদ উল আলম, জাহাঙ্গীর আলম, ফিরোজ মাহমুদ সামা প্রমুখ।