মনি ইসলামঃ
টানা ৩ দিনের সাংবাদিকতার প্রশিক্ষণরে কর্মদিবস শেষ হলো গতকাল। কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা ও মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করাই ছিলো এ প্রশিক্ষণের উদ্দেশ্য।
২০ (মে) সোমবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব টানা ৩দিনের নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতার বিষয়ক প্রশিক্ষণ করা হয় ।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়া বলেন, আমার যদি ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করা সম্ভব হয়, আমি চেষ্টা করব সাংবাদিকগনকে প্রোফেশনাল একটা স্টার্কচার লেভেল করার জন্য । সরকার যাতে উদ্যেগ গ্রহণ করে এবং আমি সে বিষয়ে নিজে থেকে দায়িত্ব নিয়ে কাজ করবো। কারণ আমাদের এই বাংলাদেশে যারা সাংবাদিকতায় রয়েছে তারা তো আমাদেরি আত্মীয় স্বজন। তারা তো আমাদেরি ভাই বা বোন। কাজেই তাদের একটা স্টার্কচার লেভেল হওয়া দরকার।
আমি জীবনের অনেক সময় প্রায় ২১ঘন্টাও পড়েছি। এই কারনেই আমি জীবনে বড় বড় ৪টি স্কলারশিপ পেয়েছি। আমার জীবন টা আনক্লীন বেমবোর মত। আমার জীবন টা ক্লীন বেমবোর মত নয়। মনে রাখবেন জীবনে যখনি কোনো বাধা আসবে, যখনি কোনো প্রতিকুলতা আসবে দেখবেন, সর্বোচ্চ শেখরে যাবার সম্মান পাবেন স্ব স্ব স্থানে। নিজের জীবনকে ভালোবাসবেন। নিজেকে বিকশিত করবেন। যদি পৃথিবীকে বিকশিত করেন তাহলে আপনার লাভ কী?
আপনি হয়তো সব কাজ করতে পারবেন না কিন্তু সব কাজ করার চেষ্টা করতে হবে। আামাদের জীবনটা চাঁদের মত হোক। আলোকিত হোক। আলোকিত মানুষ হলে এ সমাজও একদিন বিকশিত হবে।সমাজকে ভালো বাসতে হবে। তিনি আরো বলেন,আমাকে যদি জিজ্ঞেস করা হয় নারায়ণগঞ্জে কোনো চাপ আছে কি না? আমি বলব চাপ আছে কিন্তু সেই চাপকে ধারণ করার ক্ষমতা আমার আছে। নারায়ণগঞ্জের এই চাপ নামের বেলুন টা আমি ফিল করি না । এই চাপ আমাকে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আরো বেশি চাপ হলো বুঝতে পারবো নারায়ণগঞ্জে চাপ আছে।
সব শেষে সকল প্রশিক্ষণ প্রাপ্ত সাংবাদিকদের হাতে প্রদান করেন প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়া ।