আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে না.গঞ্জে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ তাঁতী লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচী পালন হয়। কর্মসূচীর মধ্যে কেক কাটা, মোটর শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালী এবং বঙ্গবন্ধুর প্রতিৃকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নারায়ণগঞ্জ চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এর পর একটি বর্ণাঢ্য র‌্যালি চাষাড়া থেকে ২নং রেলগেইট আওয়ামী লীগের কার্যালয় প্রদক্ষিণ করে আবারো শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালীতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সাংসদ শামীম ওসমান ও কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্রচন্দ্র দেবনাথ এর ছবি সম্মলিত ব্যানার ফেস্টুন রঙিন বেলুন শোভা পায়।

কেক কেটে র‌্যালি উদ্বোধন করেন বাংলাদেশের তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ সরকার ও দপ্তর সম্পাদক অনূকূল চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচএম ফারুক, জেলা তাঁতী লীগের সদস্য সচিব নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর, যুগ্ম আহব্বায়ক হাজ্বী মোতাহার হোসেন, মঞ্জুরুল ইসলাম খান, আনোয়ার হোসেন রীকু।

অন্যান্যেদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মহানগর তাঁতী লীগের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্ববায়ক কাজী ফজলুল কাদের জীবন, মোঃ মেহের আলী, লতিফ আহম্মেদ জাকির, মোঃ আলাউদ্দিন, মোঃ আমিরুল ইসলাম। জেলা তাঁতী লীগের সদস্য সাইফুল ইসলাম বিপ্লব, মোঃ মনির হোসেন, এ্যাডভোকেট আক্তার হোসেন, সাইফুল ইসলাম, বাবুল শেখ, যুবায়ের আহম্মেদ শিশির, মনির হোসেন, আজিম, হারুন, রবিন। ফতুল্লা থানা তাঁতী লীগের নেতা মিলন মোল্লা, মোবারক, সাইদুর, মোহাম্মদ আলী, কামাল হোসেন, আতিকুর রহমান আতিক, সাগর, জসিম, শ্যামল হোসেন, স্বপন, নুরুল হক, আক্তার হোসেন, বন্দর থানা তাঁতী লীগের নেতা তৌকির হোসেন, আমজাদ হোসেন, মোস্তফা, সোনারগাঁও তাঁতী লীগের নেতা বেলায়েত হোসেন, শাহজাহান, রূপগঞ্জ থানা তাঁতী লীগের নেতা ইয়াছিন, জাহাঙ্গীর, জাকির, আড়াইহাজার থানা তাঁতী লীগের নেতা সাইফুর, নাসির, আর বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ড তাঁতী লীগ নেতৃবৃন্দরা।