সংবাদচর্চা ডেস্ক : শামীম ওসমান যে নাচবেন এবং তাও আবার সবার সামনে এটা কেউ ভাবতেও পারে না। তবে এটাই সত্যি হয়েছে এবার। SENSE OF HUMOR অনুষ্ঠানে আওয়ামীলীগের নারায়ণগঞ্জ -৪ আসনের এর এমপি শামিম ওসমান এবার সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব এই গানের তালে নেচেছেন এবং তিনি বলেছেন তিনি পরে নাচ শিখে আরও ভালো নাচ দেখাবেন। দর্শকদের প্রিয় সেন্স অব হিউমার এর এই পর্বটি প্রচারিত হবে আগামী ২ ডিসেম্বর এটিএন বাংলায়। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সন্চালনায় এ অনুষ্ঠান পরিচালনা করা হয় ।