আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে নীরবে চলে গেল শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মবার্ষিকী ছিল গতকাল। প্রতিভাবান রাজনীতিক ও সাংবাদিক শেখ মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। এদিকে তার এই জন্মবার্ষিকী উপলক্ষে নিরব ছিল নারায়ণগঞ্জ যুবলীগ। যদিও মহানগর যুবলীগ অনেকটা দায়সাড়াভাবে তাদের দায়িত্ব পালন করেছে। যা নিজস্ব গন্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ ছিল একেবারে কর্মসূচিবিহীন। এমনকি জেলা যুবলীগের শীর্ষ পদে থাকা এক নেতা জানেনই না সোমবার শেখ ফজলুল হক মনির জন্মদিন ছিল। পরে তিনি প্রতিবেদকের মাধ্যমে জানতে পারলে বলেন, এ উপলক্ষে কোন কর্মসূচি হাতে নেওয়া হয়নি। তবে তিনি বলেছেন, জন্মবার্ষিকী পালন করার জন্য থানায় চিঠি দেওয়া হয়েছিল।
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী নেতা আহমেদ আলী রেজা উজ্জল জানান, তারা বিকেলে জিমখানা এলাকার বঙ্গসাথী ক্লাবে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছিলেন। তবে ওই অনুষ্ঠানের কথা জানতেন না মহানগর যুবলীগের কর্মী সমর্থকরা।
নারায়ণগঞ্জ শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান জুয়েল জানান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর উদ্যোগে চাষাড়া এলাকায় কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাদের এই অনুষ্ঠানের কথাও জানতেন না মহানগর যুবলীগের কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।