নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তসীর গাজী বীরপ্রতীক। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি ভোট দিতে নারায়ণগঞ্জ ক্লাবে আসেন।
নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট একজন নাগরিকের অন্যতম অধিকার। এটি পবিত্র আমানতও। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হচ্ছে গণতন্ত্র মজবুতের অন্যতম মাধ্যম। ক্লাবে দীর্ঘদিন পরে ভোট হচ্ছে এটা শুভ লক্ষণ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও ভোটে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সংগ্রাম করেছেন, তেমনি তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনাও সংগ্রাম অব্যাহত রেখেছেন। তিনি নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে বিজয়ীদের আগাম শুভেচ্ছা জানান।
পরে তিনি সাংসদ সেলিম ওসমান, সাংসদ শামীম ওসমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ অন্যদের সাথে আলাপচারিতায় কিছুক্ষণ সময় কাটান।
নারায়ণগঞ্জ ক্লাবের এবারের নির্বাচনে সভাপতি পদে দুইজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে চারজন ও কার্যনির্বাহী পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তানভির আহমেদ টিটু ও মোঃ মাহবুবুর রহমান মাসুম, সিনিয়র সহ-সভাপতি পদে ডাঃ এ কে এম শফিউল আলম ফেরদৌস ও মোঃ ইকবাল হাবিব, সহ-সভাপতি পদে, এড. সরকার হুমায়ুন কবির, সেলিম আহমেদ (হেনা), মোঃ মাহফুজুর রহমান খান, শেখ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আশিক-উজ-জামান, মোঃ আবদুল খালেক, মোঃ আনোয়ার হোসেন, বিপ্লব কুমার সাহা, মোঃ ইদী আমীন ইব্রাহীম খলিল, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মঈনুল হাসান, শামসুদ্দিন আহমেদ, এস.এম. শাহীন, মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব মোঃ সেলিম রেজা সিরাজী, সোহেল আক্তার, সজল কুমার রায় ও হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ।