আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ ক্লাব নির্বাচন: আলোচনায় স্বতন্ত্র সদস্য প্রার্থী সোহেল

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন। বৃষ্টির সাথে শৈত্যপ্রবাহ থাকলেও উত্তেজনার তীব্রতা ক্লাবজুড়ে। চলছে প্রার্থীদের নিয়ে নানা আলোচনা। এদিকে প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়ে বেশ আলোচনা এসেছেন সোহেল আক্তার। কার্যনির্বাহী সদস্য পদে বনেদী ঘরের এই সন্তান ইতোমধ্যে ভোটারদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছেন। মিষ্টভাষী ও শান্ত স্বভাবে এই প্রার্থীর দিকে ক্রমেই ভোটররা ঝুঁকছেন বলে জানা গেছে। নিজের প্রার্থীতা ও প্রচারণা সর্ম্পকেও স্বভাবসূলভ তেমন কিছুই বলেননি এই প্রার্থী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবের সদস্য হলেও এটাই প্রথম নির্বাচন। দল-মত নির্বিশেষে আমি সবার ভোট পাব বলে আশা করছি। ভোটাররাও আমাকে আশ্বস্ত করছেন। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি।

সদস্য পদে অপর প্রার্থীরা হচ্ছেন- এসএম শাহীন, সামসুদ্দিন আহম্মেদ, সজল কুমার রায়, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, সেলিম রেজা সিরাজী, হোসাইন মোঃ তানিম তৌহিদ, ইদী আমীন ইব্রাহীম খলিল, মঈনুল হাসান, আনোয়ার হোসেন, আশিক উজ জামান, বিপ্লব কুমার সাহা ও আবদুল খালেক।

অভিজাত শ্রেণীর ক্লাব হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার কাজল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রাশেদ সারোয়ার, জিএম ফারুক এবং মাসুদ-উর-রউফ এবং এম সোলায়মান। আপীল বোর্ডের সদস্যরা হলেন-হুমায়ন কবির শিল্পী, ডা. শাহনেওয়াজ ও মঞ্জুরুল হক মঞ্জু।

৯ ডিসেম্বর পর্যন্ত ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। ৪ ডিসেম্বর পর্যন্ত ছিলো আপীল শুনানী। গত ২৬ ও ২৭ নভেম্বর ক্লাব থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র জমা নেয়া হয় ২৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ২ ডিসেম্বর।

১৮৯৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইউরোপিয়ান ক্লাব পরবর্তীতে নাম পরিবর্তন করা নারায়ণগঞ্জ ক্লাব নামকরণ করা হয়।