কলেজ ফাঁকি দিয়ে পিকনিক স্পটে প্রেমিকের সাথে আড্ডা দেওয়ার সময় ৬ জন কলেজ ছাত্র ও ২ জন কলেজ ছাত্রীকে আটক করেছে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। ১৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় বন্দর উপজেলার সাবদী এলাকা থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়। আটকৃত ছাত্র/ছাত্রীরা হলো নুসরাত জাহান, আয়শা আক্তার, শাকিল, ফাহিম, আরিফ হোসেন, হৃদয় ইসলাম ও সাইফুল। এরা সবাই সরকারি কদম রসুল কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, আটককৃত শিক্ষার্থীরা কলেজ ফাঁকি দিয়ে ড্রেস পরে সাবদী পিকনিক স্পটে আড্ডা দেওয়ার সময় বিষয়টি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নজরে পরে। পরে তিনি শিক্ষার্থীদের আটক করে তাদের অভিভাবকদের খবর দেন। সংবাদ পেয়ে অভিভাবকরা বন্দর উপজেলা পরিষদে ছুটে আসেন। পরে উপজেলা নির্বাহী র্কমকর্তা অভিভাবকদের কাছে থেকে মুচলেকা নিয়ে আটককৃত শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে তুলেদেন।