আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ২৬ জন পুলিশ করোনা আক্রান্ত

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ২৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার বিকালে দৈনিক সংবাদচর্চাকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেন, রবিবার নতুন করে ৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। জেলায় মোট ২৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। তারা সবাই সুস্থ আছে। বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

জানতে চাইলে পুলিশ সুপার আরো বলেন, আমি সুস্থ আছি। সবাই সুস্থ থাক এটাই কামনা করি। এছাড়া তিনি নারায়ণগঞ্জ বাসী সামাজিক দূরত্ব মেনে চলা এবং ঘরে থাকার অনুরোধ করেছেন।

প্রসঙ্গত নারায়ণগঞ্জে করোনাভাইস মহামারি রূপ নিয়েছে। স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা । কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস ছড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে ৬৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মুত্যুবরণ করেছে ৪২ জন। নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হয়েছে। র‌্যাব সদস্যরা আক্রান্ত হয়েছে।  আক্রান্ত সবাই সুস্থ আছে।