সংবাদচর্চা রিপোর্ট:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে। মঙ্গলবার ( ৫ মে) গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জন। নতুন শনাক্ত হয়েছে ২০ জন। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭৩ জন। সোমবার (৪ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জে সর্বোচ্চ আক্রান্ত সিটি কর্পোরেশন এলাকায় ৬৫৩ জন, সদর উপজেলায় ৩২১, বন্দর উপজেলায় ২৩, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে ৩৩ ও রূপগঞ্জে ১৫ জন তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবি ১৯ জন । সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৬ জন, সদরে ১১, বন্দরে ১, রূপগঞ্জে ২ , সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪১ জন, সদর উপজেলার ১২ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন , আড়াইহাজারের ৩ জন।