সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে পুলিশের সাথে বাহাদুর শাহার ভক্তের সংঘর্ষ হয়েছে। তবে এতে কোন হতাহত হয় নাই। শুক্রবার বাদ জুমা নগরীর বায়তুল ইজ্জত জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষ ঘটে।
পুলিশের অনুমতি ছাড়া পীর বাহাদুর শাহর ভক্তরা অনুষ্ঠান করতে চাইলে পুলিশ বাধা দেয় । আর তাতে পুলিশের উপর চাড়াও হয়েছে ওঠে বাহাদুর শাহার ভক্তরা। এক পর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় ভক্তদের । পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
জানা গেছে নামাজ শেষে বাহাদুর শাহার ভক্তরা বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল। অনুমতি না থাকায় সদর থানার ওসি কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সমাবেশে বাধা দিয়েছে।
সমাবেশ করতে না পেরে মিছিল করেছে বাহাদুর শাহার ভক্তরা। তবে শহরের পরিস্থিতি থমথমে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।