আজ সোমবার, ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে নারী কারারক্ষী ব্যারাক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত নারী কারারক্ষীদের জন্য নব নির্মিত ব্যারাক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা কারাগারে দৃষ্টি নন্দন এই ব্যারাকটির উদ্বোধন ঘোষণা করেন কারা মহাপরিদর্শন বিগ্রেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, কারা উপ মহাপরিদর্শক টিপু সুলতান, জেলা প্রশাসক জসীম উদ্দিন সহ কারা অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ।

জেল সুপার সুভাষ ঘোষ বলেন, সারাদেশে নারী কারারক্ষীদের আবাসিক সুবিধা প্রদানের লক্ষ্যে এই ব্যারাক নির্মান করা হয়েছে। ৫ তালা বিশিষ্ট এই ভবনে রয়েছে মোট ১০টি ইউনিট। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৮ জন নারী কারারক্ষী কর্মরত রয়েছে। তারা ইতিপূর্বে কারাগারের অন্যান্য আবাসিক ভবনে কষ্ট করেই বাস করতো। পরবর্তীতে কারারক্ষীর সংখ্যা বৃদ্ধি পেলেও যাতে কারও অসুবিধা না হয় সেই সূদূরপ্রসারী লক্ষেই নির্মিত হয়েছে ব্যারাকটি।

ব্যারাক উদ্বোধনের পর কারা মহাপরিদর্শক জেলা কারাগারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন এবং কারাবন্দিদের খোঁজ খবর নেন।

এসএএইচ/এসএএইচ