আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে গতি ও ছন্দ হারিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ(ডি.বি)!

না.গঞ্জে গতি ও ছন্দ হারিয়েছে

না.গঞ্জে গতি ও ছন্দ হারিয়েছে

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া। দীর্ঘ দিন ধরে চলে আসা দুই জন ওসি দিয়ে পরিচালিত বিশেষ এই গোয়েন্দা সংস্থাটি ওসি ও ওসি তদন্ত ছাড়াই চলছে। তবে ডিবির কার্যক্রম পাঁচটি টিমে বিভক্ত করে চলছে পাঁচজন পরিদর্শকের অধিনে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ৩ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন, ভয়ভীতি, মামলা হামলা দিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ আরো ৯৫ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠার পর ওসি ও ওসি তদন্তকে বদলি করা হয়। বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন- ডিবি পুলিশের সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, সাবেক ওসি (তদন্ত) মাজহার।

তবে ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে নির্যাতন, ভয়ভীতি, মামলা হামলা দিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাদেরকে ক্লোজড বা প্রত্যাহার করা হয়নি। তাদেরকে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ট্রান্সফার বা বদলি করা হয়েছে। তবে ডিবি পুলিশে কর্মরত একাধিক কর্মকর্তার সাথে আলাপ করলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকলে অফিসের কাজের গতি থাকে। ছন্দ থাকে। বর্তমানে গতি ও ছন্দ দু’টো হারিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মনিরুল ইসলাম জানান, সাবেক ওসিসহ তিন কর্মকর্তাকে ট্রান্সফার করা হয়েছে রুটিন কর্মসূচির অংশ হিসেবে। বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচ জন পরিদর্শকের অধিন পাঁচটি টিমে কাজ করছে। তবে সহসাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ওসি তদন্ত আসছে না।

সর্বশেষ সংবাদ