আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে করোনায় নতুন সনাক্ত ২১ জন

সংবাদচর্চা  অনলাইনঃ

করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত হয়েছে ২১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ১৬৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১১৪ জন। তবে নতুন কোন মৃত্যু নেই।

বুধবার (১ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।

সুত্রটি জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৬১২ জন। যা জেলায় একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড।  এদিকে সুস্থতারব দিকে এগিয়ে আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সদর উপজেলা এলাকা।

সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬১ জন ও আক্রান্ত ১ হাজার ৮২৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও আক্রান্ত ১ হাজার ২১২ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৮১ ও মারা গেছেন ৩ জন। এছাড়া রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও ১ হাজার ১৬ জন আক্রান্ত। আড়াইহাজারে আক্রান্ত ৪৮৩ ও মারা গেছেন ৪ জন এবং সোনারগাঁয়ে আক্রান্ত ৪৫৩ ও মারা গেছেন ১৪ জন ।

জেলায় এই পর্যন্ত মোট ২৫ হাজার ৫৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৩ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৩ হাজার ৫৭৪ জন।