সংবাদচর্চা অনলাইনঃ
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরও ২০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৫ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জন নারী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১১০ জন।
বুধবার (৮ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এই তথ্য জানায়। নিহত ওই নারী শহরের সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
সূত্রটি আরও জানায়, সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে ১,৯০৫ জন ও মারা গেছেন ৬৫ জন । অন্যদিকে সদর উপজেলায় আক্রান্ত ১,২৮৪ জন ও মারা গেছেন ২২ জন । বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৯৭ ও মারা গেছেন ৩ জন। রূপগঞ্জে আক্রান্ত হয়েছেন ১,০৫০ জন ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫১৪ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৭৪ ও মারা গেছেন ১৬ জন।
জেলায় মোট ২৬ হাজার ৮৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৪ জন।