আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নবকিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার নবকিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজের  নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার (৬ এপ্রিল) মন্ত্রী এ ভবনের উদ্বোধন করে।

জানা গেছে নবকিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজের ভবন সমস্যা ছিলো দীর্ঘ দিন যাবত। আজ নতুন এ ভবন উদ্বোধনের মধ্যে দিয়ে সেই সমস্যা দুর হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে আর কোন সমস্যা হবে না। গত নির্বাচনের সময় গোলাম দস্তগীর গাজী  ওয়াদা দিয়েছিলেন নবকিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজের ভবন নির্মান করে দেবেন। মন্ত্রী সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন।

শেখ হাসিনা কে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ্য করে গোলাম দস্তগীর গাজী বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত লাভ করতে পারে নাই আর কোন দিন পারবেও না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে বিপ্লব ঘটেছে। সারা দেশে প্রত্যেকটা স্কুল কলেজে নতুন ভবন নির্মাণ হয়েছে। স্থাপন হয়েছে কম্পিউটার ল্যাভ।  শেখ হাসিনা শিক্ষিত বলেই শিক্ষাখাতে এত উন্নয়ন করতে পারছে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যারা লেখাপড়া জানেন না তারা কোন দিন শিক্ষা খাতে উন্নয়ন করতে পারেন নাই। তারা করেছে উন্নয়নের নামে লুটপাট।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি আমির হো‌সে‌ন, নব‌কিশলয় হাই স্কুল এন্ড গার্লস ক‌লে‌জের অধ্যক্ষ ন‌জিবর রহমান, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য বজলুর রহমান, বিউ‌টি আক্তার কু‌ট্টি , উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতাসহ অ‌নে‌কে।