আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন বছরে এসপি হারুন শামীম ওসমানের নতুন বার্তা

সংবাদচর্চা রিপোর্ট:

মাদক সন্ত্রাস ইস্যুতে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান ও জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের সময়টা ভালো যাচ্ছিল না। সম্প্রতি তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা গেছি দিয়েছিলো। নতুন বছরে সেই দ্বন্দ্বের অবসান ঘটেছে। শামীম ওসমান এবং পুলিশ সুপার নতুন বছরে নতুন বার্তা দিয়েছেন। তারা দুই জন এক টেবিলে খাবার খেয়েছেন। যা দেখে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের বাংলো বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কে আমন্ত্রণ জানান।