আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ

নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জুতা নিক্ষেপনওয়াজ শরীফকে জুতা নিক্ষেপ

সংবাদচর্চা ডট কম:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উদ্দেশ্যে জুতা নিক্ষেপ করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

লাহরে মুফতি মোহাম্মদ হোসেন নাঈমির স্মরণসভার অনুষ্ঠানে ভাষণ দিতে গেল ভিড়ের মধ্য থেকে একজন নওয়াজ শরীফের উদ্দেশ্য জুতা ছুড়ে মারে। ভিডিও ফুটেজে দেখা যায় এই ঘটনার আকস্মিকতায় বেশ খানিকটা ঘাবড়ে যায় নওয়াজ শরীফ।

পাকিস্তানের মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য শুরু করবেন এই ঠিক তখনই তার দিকে জুতা ছুড়ে মারা হয়। এই ঘটনার পর ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় উপস্থিত জণগন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পরর্তীতে এ ঘটনায় ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই ফেসবুক, টুইটারে এঘটনার পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করেন।