আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধানের শীষের ১৫০ প্রার্থীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা: রিজভী

তাওসিফ মাইমুন: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে এখন পর্যন্ত বিএনপি মনোনীত ধানের শীষের দেড়’শ প্রার্থীর ওপর আওয়ামী সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী হামলা করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আজ শনিবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বেশ কয়েকজন প্রার্থীকে আইনী জটিলতা সৃষ্টি করে প্রার্থী হওয়া অনিশ্চিত করে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রার্থীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালসহ দলের অন্যন্য নেতার উপর হামলা করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খ্যাতিমান আইনজীবী ও দেশের সংবিধান প্রণেতাকে মামলার মাধ্যমে যে অপমান করা হলো সেটি সারা জাতিরই অপমান। এই ঘটনায় আবারও প্রমানিত হলো-সরকার পরিচালিত হচ্ছে দুস্কৃতিকারীদের দ্বারা। ড. কামাল হোসেন সাহেবের যদি খামুস বলা অন্যায় হয়ে থাকে তবে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই-এইচ টি ইমাম যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকদেরকে ধমকিয়ে বলেন-‘তুমি কি বিএনপি যে বিএনপি’র মতো প্রশ্ন করো ? তুমি কি মওদুদ ?’ কই আপনি তো এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখাননি। কারণ আপনি একচ্ছত্র ক্ষমতার মালিক বলেও দাবি করেন।