আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণের চেষ্টা দুই শিশুর জবানবন্দি

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদরথানাধীন জল্লারপাড় এলাকায় ফরহাদ হোসেনের বিরুদ্ধে ২ শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে সেই ২ শিশুর ২২ ধারা জবানবন্দি নেওয়া হয়। এ সময়ে অভিযুক্ত আসামীকে কারাগারের প্রেরণের নিদের্শ দেন আদালত। ফরহাদ হোসেন (৪০) পটুয়াখালী জেলার রাভাবানী থানার চটলাখালী এলাকার রাজ্জাক সরদারের ছেলে।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকালে জল্লারপাড় এলাকায় পরিবারের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে আসে ভিকটিম শিশুটি। সেই বাড়িতে আরও একজন শিশু থাকতো। ভিকটিমের নানার বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত ফরহাদ।

তাদের বাড়ির লোকজন হাসপাতালে গেলে খালী পেয়ে ১১ ও ১২ বছরের দুটি কন্যা শিশুকে জোড় করে ধর্ষণের চেষ্টা করে ফরহাদ। পরে শিশু ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে এসে শিশু ২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় একজনের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ