আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণ মামলায় খোর‌শে‌দের বিরু‌দ্ধে গ্রেফতারি প‌রোয়ানা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালত এ আদেশ দেন।

এর আগে গত বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে একই আদালতে মামলার বাদী সাঈদা আক্তার শিউলি নামের এক নারী (৪৪) ধর্ষণ মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

পিবিআই সূত্র জানায়, আদালতের নির্দেশে আমরা তদন্ত শুরু করি। মামলার বাদী শিউলির মোবাইল ফোন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ বিভিন্ন আপত্তিকর বার্তা পাওয়া যায়। অতএব মামলার তদন্তে এর সত্যতা পাওয়া গিয়েছে। সেই আলোকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালত খোরশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাড. রকিবউদ্দিন আহমেদ।

এর আগে গত ১৬ মে মামলার বাদী সাঈদা আক্তার শিউলি নামের এক নারী নিজে বাদী হয়ে নাসিক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। খোরশেদ ছাড়াও সেই মামলায় ফতুল্লা থানার সস্তাপুর এলাকার ফেরদৌসী আক্তার রেহানা নামে এক নারীকেও আসামি করা হয়। সেই মামলায় জামিনে রয়েছেন কাউন্সিলর খোরশেদ।