আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মগঞ্জে ৪ শ্রমিকের লাশ উদ্ধার

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে বাল্কহেডের মাস্টারসহ দু’জনকে।
নিহতরা হলেন- পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮), ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯) ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

জানা গেছে, ০৩ জানুয়ারী ২০২০ শুক্রবার ভোরে নারায়নগঞ্জের ফতুল্লায় ধর্মগঞ্জ খেয়াঘাটস্থ বুড়িগঙ্গা নদীতে বাল্কহেড দিনের আলোতে পরিষ্কার করার উদ্দেশ্য নোঙর করে রাখে। পরিষ্কার করে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কোন স্থানে ছিদ্র থাকায় বাল্কহেডের ভিতর পানি প্রবেশ করে এতে বাল্কহেডের মধ্যে থাকা ৬ জনের মধ্যে ৪ জন মারা যায়। বাল্কহেডের মাস্টার সহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়। ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল। নিহত সকলেই বাল্কহেডের শ্রমিক।

নিহতদের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।নিহতদের স্বজনরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।