আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্মগঞ্জে চোরাই তেল সহ গ্রেফতার ২

ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় চোরাই তেল সহ দুই চোরা কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ২৯ জুন শনিবার বিকেল ৩টায় ওই অভিযান চলে।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে মির্জা পাভেলের গোডাউন থেকে ১৪টি তেলের ড্রামে প্রতিটি ড্রামে ২১০ লিটার করে ২৯শ ৪০ লিটার চোরাই ডিজেল সহ চোরাই কাজে ব্যবহৃত ২টি মোবইল সেট উদ্ধার করা হয়। এসবের মূল্য প্রায় ১ লাখ ৯১ হাজার ১শ টাকা। অভিযানে তেল চোরাই চক্রের ফতুল্লা থানার মূলহোতা মো. জাকের হোসেন পাভেল ওরফে মির্জা পাভেল (৪০) ও তার সহযোগী উত্তম দাসকে (৪৫) গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ফতুল্লা মডেল থানাসহ আশপাশ এলাকায় সুকৌশলে তেল চুরি করে চোরাই তেলের ব্যবসা করে আসছে। তাদের এই চোরাই তেল ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।

গ্রেফতারকৃতদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন এলাকায় বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট সুকৌশলে দীর্ঘদিন যাবৎ তেল চুরি আসছে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল সরবরাহ করে থাকে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।