প্রেস বিজ্ঞপ্তি:
বিশ্ব বধির সম্মেলনের আগে ভারতে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষ করে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার। আগামী জুলাই মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ১১৯ রাষ্ট্রের বধির প্রতিনিধিদের সম্মেলন ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে। গত ০৮ জুন কোলকাতা যান তৈমূর। ১৩ জুন রাতে তিনি দেশে ফিরেছেন। ১৮৯৩ ইং প্রতিষ্ঠিত কোলকাতা মুখ ও বধির স্কুল ও কলেজ এবং বধির টিচার্স ট্রেনিং ইন্সষ্টিটিউট পরিদর্শন করে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মতামত নেন তিনি।
এছাড়া কোলকাতা বধির টিচার্স ইন্সষ্টিটিউটের অধ্যক্ষ সমির কুমার সামন্ত একটি গবেষনা পত্র এ্যাডঃ তৈমূর আলম খন্দকারের নিকট হস্তান্তর করছেন।