আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশীয় মদসহ সাজু-বাবুল গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং টার্মিনাল ঘাটের প্রবেশ মুখে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ( সিপিএসসি, নারায়ণগঞ্জ )। গ্রেফতারকৃত আসামিরা হলেন বন্দর থানার সোনাচোরা (০১নং ওয়ার্ড) এলাকার মোঃ সাজু (৫৯), সদর থানার মহিম গাঙ্গুলী রোড (মিনা বাজার) এলাকার মোঃ বাবুল (৬৩)। বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) সকাল পৌনে ১০ টায় তাদের গ্রেফতার করা হয়। এসময় ৪০ লিটার দেশীয় তৈরী মদ এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বিকালে র‌্যাব -১১ ( সিপিএসসি আদমজীনগর) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, দেশীয় তৈরী মদের বাজার মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামিরা এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরী মদ ক্রয়-বিক্রয় করে আসছিলো। আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

সর্বশেষ সংবাদ