আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেওভোগে ভবণ ভাঙল রাজউক

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখরা মোড় এলাকায় নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় তা ভেঙে গুড়িয়ে দিয়েছেন রাজউক।  রোববার দুপুরে রাজউক ৮ জোনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এ উচ্ছেদ করা হয়। নারায়ণগঞ্জ রাজউক জোন ৮ এর অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান এ তথ্য জানান।  তিনি বলেন, মরহুম আমিনুলের ছেলে শফিকুলের ভবন রাজউকের নকশার নিয়ম অনুযায়ী করেনি তাই ভেঙে দেয়া হয় । নিচতলায় পার্কিং করার কথা ছিল, তারা তা না করে নিচতলায় দোকান পার্ট করেছে। এবং ভবনের কিছু অংশ রাস্তায় নেমে এসেছে। আর ওই অংশ টুকু ভেঙে দেয়া হয়েছে। একই সাথে বভন মালিকদের ৭ লাখ জরিমানা করেছে নির্বাহি ম্যাজিস্ট্রেট। তার পাশে ইন্দ্রজিৎ নামের এক ব্যক্তির ভবনের গোডাউন নির্মাধীন অনুমোদন না থাকায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ