আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দেওভোগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

আবারও গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকান্ডে একটি হোসিয়ারী কারখানা, দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৪টায় নগরীর দেওভোগ হাকিম প্লাজার সামনে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর পূর্বে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের জোর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতোক্ষদর্শীরা জানান, হঠাৎ করে শাহীনূরের চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত দেখা যায়। দোকান মালিক ও কারখানার শ্রমিকরা তরিঘরি করে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে প্রায় ১০ লাখ টাকার মাল পুড়ে ছাই হয়ে যায়।

তাদের অভিযোগ, শাহীনূর দীর্ঘদিন যাবৎ দেওভোগ এলাকার প্রভাবশালী এক ছত্রছায়ায় এখানে অবৈধভাবে এই দোকানটি চালিয়ে যাচ্ছে। তাকে বার বার এলাকাবাসী বাধা দিলেও কারো কথার তোয়াক্কা করেনি শাহীন। প্রভাবশালী কারা তাদের কাছে জানতে চাইলে মুখ খোলেনি এলাকার সাধারণ মানুষেরা।

এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান বেলাল দৈনিক সংবাদচর্চার নিজস্ব প্রতিবেদককে বলেন, আজকে তাপমাত্রা প্রচন্ড গরম ছিলো। সেই তাপমাত্রার কারণেই মূলত গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার কারণে আগুন খুব শীঘ্রই ছড়িয়ে পরে। তবে আমরা খবর পেয়ে তৎক্ষনাত ছুটে আসি এবং আমাদের একটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।