নগরীর দেওভোগ নাগবাড়ি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে নিলুফা নামের এক গৃহবধুকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিলুফা রহমান বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিলুফা বেগম ওই এলাকায় মৃত লুৎফর রহমানের স্ত্রী।
জিডি সূত্রে জানা গেছে, নিলুফা রহমানের সাথে দেওভোগ নাগবাড়ি এলাকার বিবাদী মৃত খলিলুর রহমানের পুত্র মিজানুর রহমান দুলাল, রমজান, বিল্লাল হোসেন, আবু বক্কর সিদ্দিক ওরফে ভুট্টু, শহিদুর রহমানের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো এবং তাদের সাথে বিভিন্ন ইন্ধন দিয়ে আসছিলো নিলুফা রহমানের চাচাত দেবর ফারুক। গত ১৫মার্চ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের জন্য বিচার সালিশের ব্যবস্থা করে। এরই মধ্যে বিবাদীগণ সহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জন এসে নিলুফা বেগমের উপর হামলা চালায়। লোহার রড ছুড়ি রামদা দিয়ে নিলুফা বেগমকে হত্যার হত্যার চেষ্টা চালায়। এসময় নিলুফা বগেমের ছেলে রাকিব ও নিলয় এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারধর করে তাদের পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ব্যাংকের ডেভিট কার্ড ও গলায় থাকা আট আনা স্বর্ণের চেইন নিয়ে যায়।
পরে এ ব্যাপারে নিলুফা রহমান ওইদিনই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ২১১৩।
এ বিষয়ে এসআই শামীম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।