নিজস্ব প্রতিবেদক:
গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেছেন, ভোটের আগের দিন এখন ভোট হয়ে যায়। জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়নি। তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, এ সরকারে জনগণের শাসক নয়। এক ব্যক্তির হুকুমে দেশ চলছে। তাই তাদের কাছে থেকে কোন কল্যাণ প্রত্যাশা করা যায় না। দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জনগনকে সম্পৃক্ত করতে আমরা মাঠে নেমেছি। এজন্য সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই। সংগঠন শক্তিশালী হলে আন্দোলনের ডাক দেয়া হবে।
তিনি শুক্রবার (১২ জুলাই) বিকেলে বগুড়ায় গণফোরামের কর্মীসভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।
শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট ফজলুল বারী ইন্টু। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আমছা আমিন, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মোহসীন রশিদ, স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ, বগুড়া জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম।