আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত-১

সোনারগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত-১

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মছলন্দপুর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় ডাকাতদের বাধা দেওয়ায় তাদের ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হয়।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার রাত ২টায় ১৫/২০ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত দল কামাল হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারী থেকে ২ ভরি স্বর্ণ, ৪টি মুঠোফোন ও নগদ টাকা সহ চার লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল তাদের ধারালে অস্ত্র দিয়ে ব্যবসায়ী কামাল হোসেনকে কুপিয়ে জখম করে পালিযে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।