নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তরা এলাকার হাজী মোঃ সামছুল হক সাহেবের বাড়িতে অলিয়ে কামেল আলহাজ্ব আনোয়ার শাহ্ (রঃ) এর বার্ষিক ওরশ মোবারক শুরু হয়েছে। চার দিন ব্যাপি ১০তম বার্ষিকী ওরশ। স্থানীয় ভক্ত আশেকানদের কাছে হাজী মোঃ সামছুল হক সাহেবের বাড়ি হিসেবে পরিচিত। বৃহস্পতিবার (১০অক্টোবর) সকাল থেকে শুরু হয় ওরশের আনুষ্ঠানিকতা। এ আনুষ্ঠানিকতা (১৩অক্টোবর) পর্যন্ত চলবে। এদিকে ওরশ ঘিরেই বিভিন্ন উপজেলা থেকে ভক্ত আশেকানের ঢল নেমেছে। লোকারণ্য হয়ে আছে বাড়ির চারপাশ। একসময় হাজী মোঃ সামছুল হকের বাড়ি মুর্শিদী ও ভক্তি মূলক গানে গানে ভক্ত আশেকানরা জমিয়ে রাখতেন । কিন্তু প্রশাসনিক বাধায় এখন আর হয় না।