আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গার্মেন্টের দুই বাসের সংঘর্ষে আহত ৪০

দুই বাসের সংঘর্ষ

দুই বাসের সংঘর্ষ

 

আড়াইহাজার প্রতিনিধি:
উপজেলায় একটি গার্মেন্টের শ্রমিকবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৬ এপ্রিল সোমবার সকালে উপজেলার আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের নৈকাহন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় ফকির ফ্যাশন লিমিটেডের একটি শ্রমিক বাহী বাস উপজেলার তিলচন্দী থেকে সাওঘাট এলাকাতে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। নৈকাহোন নামক স্থানে বিপরীতগামী একই প্রতিষ্ঠানের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাসই রাস্তার পাশে খাদের পড়ে যায়। আহতদের মধ্যে ৭ জন আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্র,২২ জন এটুজেড জিজিটাল হাসপাতাল এবং ৬ জনকে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলো নাজমীন, তোফাজ্জল, কামরুল, আমেনা, শওকত আলী, স্বপন, শফিকুল, আয়েশা, রুবি, বিলকিস, রুবেল, হেলাল, শিরিন, আতাউর, মানসুরা, ইয়াজুল, খানজা, নার্গিস, ফাতেমা, রেহেনা, সনিয়া। গুরুতর আহত শফিকুল নামের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও ডিফেন্সের কমান্ডার লিয়াকত হোসেন জানান, দুই শ্রমিককে গাড়ির নীচে চাপা অবস্থায় গাড়ির কিছু অংশ কেটে উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এমএ হক ঘটনা নিশ্চিত করেছেন।