সংবাদচর্চা রিপোর্ট :
ঈদ মানে আনন্দ। ঈদ মানেই খুশি। এই দিনে সকল হিংসা বিভেদ ভুলে মুসলমানদের জন্য এক আনন্দের দিন। তাই প্রতিবারের মতো দৈনিক সংবাদচর্চার বিশেষ আয়োজন নিয়ে ঈদ আড্ডায় কথা হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনির সাথে ।
ঈদ প্রস্তুতি নিয়ে মশিউর রহমান রনি বলেন, আমি রুপগঞ্জ নিজ বাড়িতেই ঈদ করি। তবে এবার বাবার শরীর খারাপ থাকায় নিজ বাড়ী মাসদাইরে করতে পারি। রনি বলেন,ছোটবেলা থেকেই পরিবারের সদস্য, আতœীয়-স্বজন দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ করার মধ্যে আমি অন্য রকম একটা সুখ খুঁজে পাই।
ঈদের কেনাকাটা সম্পর্কে তিনি বলেন, ঈদের কেনাকাটা বলতে, আসলে আমি পোশাকের প্রতি অনেকটাই দুর্বল। তবে এবার এখনো পোশাক কেনা হয়নি। কিন্তু পরিবারের সকলেই কেনাকাটা করে ফেলেছে।
ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনি বলেন, ছোটবেলায় রমজান মাস আসতেই শুধু প্রহর গুনতাম কবে ঈদ আসবে? আর চাঁদরাত আসলেতো উন্মাদনা আরো বেড়ে যেত। অনেক আনন্দের সাথে ঈদের পোশাক কিনতাম। তারপর সেটা আবার লুকিয়ে রাখতাম। কিন্তু এখন সেই চিন্তাভাবনা আর নেই। তবে অতীতের সেই কথা এখনও মনে দোলা দেয়।
ঈদের সেলামি নিয়ে স্মৃতি চারন করে তিনি বলেন, ছোটবেলায় সেলামি নেওয়ার মধ্যে একটা আনন্দ ছিলো। আমার মনে আছে মামাতো বোনের কাছে দুই টাকা নেওয়ার জন্য সবাই যেতাম। যেতে প্রায়একশ টাকা খরচ করতাম। কিন্তু পেতাম জনপ্রতি দুই টাকা।
ঈদে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ মাতা কারাগারে তাই সবার প্রতি আহবান আপনারা দেশ মাতার জন্য দোয়া করবেন। যাতে ঈদের পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাজপথের আন্দোলনের মাধ্যমে দেশ মাতাকে কারাগার থেকে মুক্ত করতে পারি।