নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়নে মহজমপুর শেখেরহাট গ্রামে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। জানা গেছে সোমবার দুপুর বারোটার সময় শেখেরহাট গ্রামে লোকমান ভূইয়ার জমির উপর প্রতিপক্ষ জজমিয়ার লোকজন মাটি কাটার সময় লোকমান ভূইয়ার লোকজন বাধা দিতে গেলে হঠাৎ বাক বিতর্কের এক পর্যায় উভয় পক্ষের মাধ্যে লাঠিসুঠা নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে।
এই সময় উভয় পক্ষের মধ্যে আহত হয় মোঃ নেছার ভূইয়া, হিমেল, শরীফ, রুবি আক্তার, নুরু বেগম, মোঃ জজমিয়া, নাছিমা, সোলেমান, রাশিদা, ইউসুফ। আহতদেরকে সোনারগাঁ উপজেলা সাস্থ্য কম্পেলেক্স ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে নেছার নামের একজন আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ও খান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। উক্ত বিষয়ে সোনারগাঁ থানায় উভয় পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেন। আরও জানা গেছে লোকমান ভূইয়া বনাম জজমিয়ার মধ্যে দির্ঘদিন যাবৎ ৩৫শতাংশ জমির উপর মামলা চলে আসছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার এস আই মোঃ ইসহাক মিয়া বলেন মারামারির ঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠ তদন্ত করে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জমির উপর ১৪৪ধারা জারি আছে আমি উভয় পক্ষকে নিষেধ করেছিলাম, জমি নিয়ে সংঘর্ষে না জরাতে।