অনলাইন ডেস্ক : দুই কেজি চালের দামেও পাওয়া যাচ্ছেনা এক কেজি পেঁয়াজ। ১৫ দিন আগ হতে শীত কালীন শাক সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম উঠানামা করলেও কখনো নামেনি পেঁয়াজের দাম। ফলে বিপাকে পড়েছে অল্প আয়ের মানুষ।
এমন দৃশ্যই দেখা গেছে শেরপুরে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫২ টাকা করে। আর প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা করে। তাতে করে দুই কেজি চালের দাম দিয়েও ক্রেতারা পাচ্ছেনা এক কেজি পেঁয়াজ। ফলে চাপা ক্ষোভসহ কষ্টে আছেন নিয়ে আয়ের সাধারন জনগন।
বাজারে নতুন পেঁয়াজ উঠা শুরু হলেও পেঁয়াজের দামের উপর কোন প্রভাব পড়েনি। মুদির দোকানী ঝর্ণা সহ অনেকেই অভিযোগ করে বলেন, এটা অদৃশ্য সিন্ডেকেটের ব্যাপার। তানা হলে এভাবে পেঁয়াজের দাম শুধু বাড়বে কেন ? তাদের প্রশ্ন আমাদের মতো অল্প আয়ের মানুষের নাগালের বাহিরে থাকা পেঁয়াজের দাম কি কখনও কমবে না ? পাইকারী বিক্রেতা আসলাম বলেন, আমাদের বেশি দামে কিনে এনে, বেশি দামেই বিক্রি করতে হয়।
আমরা কম দামে পেলে কম দামে বিক্রি করতে পারতাম। এবিষয়ে ক্রেতা কামাল, শহিদুল, সম্রাট, শাহনেওয়াজ, জামাল, কব্দুলসহ অনেকে জানান, পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ব্যবসায়ীর গোপন সিন্ডিকেট থাকতে পারে! তাই সব দোকানে পণ্য তালিকা ঝুলিয়ে দেওয়াসহ নিয়মিত বাজার পরিদর্শন করা জরুরি বলে দাবি করেন তারা। নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে ফলে দ্রুত সময়ের মধ্যে দাম কমবে বলে মনে করছেন কিছু ব্যবসায়ী।