সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের ২ বছর পূর্তি উপলক্ষে তার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে করেছে বিএনপি । শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সমাবেশ হয়। সমাবেশে মুক্তির দাবি নিয়ে যোগদিয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া। এসময় যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। গত দশ মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি। মুক্তি পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে জামিন নিতে হবে। আরো পড়ুন :গাউছিয়ায় উচ্ছেদ অভিযান