নবকুমার:
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের প্রত্যেকটা রাস্তা ঘাট পাকা করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শুক্রবার (২৪ মে) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।
গোলাম দস্তগীর বলেন, দাউদপুর ইউনিয়ন বাসীকে ছেড়ে আমি কোন দিন যাই নি। এখান থেকে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমার জনপ্রিয়তার উপর আস্থা রেখেছিলেন।
মন্ত্রী দাউদপুর ইউনিয়ন বাসির উদ্দেশে বলেন, তালিকা দিন আপনাদের প্রত্যেকটা রাস্তা আমি করে দেব কাউকে লাগবে না। দাউদপুরের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন দেয়া হয়েছে। কোন রাস্তা ঘাট বাদ থাকবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ গরীব দুঃখীদের দল গণমানুষের দল । ২০৪১ সালে উন্নত বিশ্বে যেতে হলে সমাজের প্রত্যেক ক্ষেত্রে উন্নয়ন করা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা গ্রাম কে শহরে রূপদিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে কোন জঙ্গি মাদক সন্ত্রাসের স্থান হবে না। প্রত্যেক মুসলমান কে রোজার পবিত্রতা রক্ষা করে চলতে হবে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব ) মশিউর রহমান বাবুল , রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূইয়া ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো : মারফত আলী, সালাউদ্দিন মেম্বার, মতি আকন্দ, ইব্রাহিম মেম্বার, দাউদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুমা প্রমুখ।