আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রেজাউল করিম দলের সাফল্য কামনা করে না

দলের-সাফল্য

রেজাউল করিম দলের সাফল্য কামনা করে না

দলের-সাফল্য

 

মাজহারুল ইসলামঃনারায়ণগঞ্জ ৩ সোনারগাঁয়ের সাবেক এমপি,মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিমের বিরুদ্ধে মামলা করবেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য,সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। শনিবার সকালে নারায়ণগঞ্জ বিবি রোডের গ্র্যান্ডহল রেষ্টুরেস্টে নারায়ণগঞ্জ মহিলা দলের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,রেজাউল করিম কোন অধ্যাপক নন, তিনি কোথায় শিক্ষকতা করেছেন?রেজাউল করিম আবার যদি নামের আগে অধ্যাপক টাইটেল দিয়ে নাম ফাটাতে চান তাহলে তার বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে মামলা করবো।
বিশেষ সূত্র জানায়,শনিবার সকালে নারায়ণগঞ্জ বিবি রোডের গ্র্যান্ডহল রেষ্টুরেস্টে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সম্মেলনে জেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি উপদেষ্টা খন্দকার মোশারফ হোসেন।

অনুষ্ঠানে উদ্ধোদনায় ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। উক্ত অনুষ্ঠানে সাবেকমন্ত্রী রেজাউল করিম মান্নানের পূর্বে বক্তব্য দিতে গিয়ে বলেন আমার সোনারগাঁয়ে একটি কর্মী সম্মেলন আছে বলে মিথ্যে কথা বলে অনুষ্টান ত্যাগ করেন,নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি কর্মী জানান রেজাউল করিম নন-এক্টিব নেতা,বিগত ওয়ান এলিভেনে সংস্কারপন্থী হয়ে দলের বিরুদ্ধে কাজ করেছেন,বর্তমানে দলের জন্য কোন ভুমিকাই তিনি রাখছেননা,সে কারনে আজকের অনুষ্ঠানের ব্যানারে তার নাম না থাকায় মিথ্যে অজুহাত দেখিয়ে চলে গেছেন।

আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন মান্নান বলেন, সোনারগাঁয়ে তার কিসের কর্মী সম্মেলন রয়েছে?আমি আগামীকাল পত্রিকায় তার কর্মী সম্মেলনের সংবাদ দেখতে চাই। সে তার নামের আগে অধ্যাপক লিখে।তিনি কোথায় শিক্ষকতা করেছেন?তিনি আরো বলেন যারা নিজের স্বার্থ উদ্ধারে দলের সাথে বেঈমানি করেছে তাদের নামের আগে যতপ্রকার টাইটেল ব্যবহার করুক না কেন কোন দিন দলের সাফল্য কামনা করেনা।