সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে দলের জন্য কাজ করে যাবো। নেত্রীর নির্দেশ বাস্তবায়নে কাজ করবো। আওয়ামী লীগের ১৪ বছরের শাসন আমলে দেশে প্রায় দেড় কোটি নতুন ভোটার হয়েছে। নতুন ভোটাররা বিএনপির দুঃশাসন ভুলে গেছে। আগামী নির্বাচনে সেই দেড় কোটি নতুন ভোটারকে আমাদের দল আওয়ামী লীগে আকৃষ্ট করুন। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো।
তিনি আরও বলেন, বিএনপি নেতারা বিদেশে ডলার প্রচার করছে। সেই ডলার দিয়ে ওখানে তাদের নেতা ফুর্তি করছে। আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন বাণিজ্য করবে তাদের নেতা। জেলখাটার ভয়ে সে দেশে আসে না। সে জানে আইনের হাত থেকে রক্ষা পাবে না। নবীন, প্রবীনের সমন্বয়ে আমাদের কমিটি হয়েছে। এতে দল আরও শক্তিশালী হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে জিয়াউর রহমান কিভাবে ক্ষমতা দখল করেছিল। বিএনপির নৈরাজ্যের আমরা প্রতিবাদ জানাই। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে থাকবো।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বিকালে মুড়াপাড়ায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির কার্যকরী পরিষদের প্রথম সাধারণ সভায় মন্ত্রীপুত্র এসব কথা বলেন।