আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দলীয় নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রী গাজীর শুভেচ্ছা বিনিময়

নবকুমারঃ

দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সমর্থকদের সাথে ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। রূপসী গাজী ভবনে ১১ জুলাই দিনব্যাপী মন্ত্রী এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ সাইফুল ইসলামসহ উপস্থিত ছিলেন।

এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নেতাকর্মীদের খোঁজ খবর নেন।