নিজস্ব প্রতিবেদক:
‘শহুরে গায়েন’ এর প্রথম অ্যালবাম ‘তোমার জন্য থামি’র মোড় উন্মোচন করা হয়েছে। সন্ত্রাসীর হাতে অকালে প্রাণ হারানো মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে উৎসর্গ করা হয়েছে অ্যালবামটি।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা।
বাহিরানা অডিও ভিজ্যুয়ালের প্রযোজনায় এবং রঙ বাংলাদেশের সহযোগিতায় ব্যান্ড দল শহুরে গায়েনের প্রথম অ্যালবাম ‘তোমার জন্য থামি’ প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির অন্যতম প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আহমেদ বাবলুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংস্কৃতি সংগঠক রফিউর রাব্বি, কবি আরিফ বুলবুল, প্রাবন্ধিক ফিরোজ আহমেদ, বাহিরানা অডিও ভিজ্যুয়ালের নির্বাহী অর্ক সুমন ও রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সমন্বয়ক শাহীন মাহমুদ।
আলোচনা শেষে অ্যালবামটি থেকে ‘তোমার জন্য থামি’ গানটি পরিবেশন করে শহুরে গায়েন। পরে গান পরিবেশন করে গানের দল লীলা, সমগীত, সহজিয়া, ভাটিয়াল শহুরে।
অ্যালবামে সংকলিত গানগুলো হয়েছে, আজও বেঁচে আছি, ব্যবধান, একটাই জীবন, মা, মানুষ, নদীর গল্প, প্রতিদিন জন্ম নিই, মাননীয় সরকার, শীতলক্ষ্যা, তোমার জন্য থামি।
কথা আহমেদ বাবলু; সুর আহমেদ বাবলু, তারিক মাহমুদ; কম্পোজিশন রণক ইব্রাহীম; কণ্ঠ শাহীন মাহমুদ, আহমেদ বাবলু, রণক ইব্রাহীম; গিটার রণক ইব্রাহীম, ইউসুফ সাদিল, সাইফুল ইসলাম রবিন, এসডি পাপ্পু; ড্রামস শাহেনশাহ অর্ণব; বেইজ গিটার মনোয়ার বাবু, রণক ইব্রাহীম; কিবোর্ড মারুফ আহমেদ শাওন; বাঁশি কামরুল আহমেদ; বেহালা শান্ত আহমেদ; ইউকেলেলে রণক ইব্রাহীম; সাউন্ড ইঞ্জিনিয়ার এম কে খান মজলিশ (পনির), অ্যাক্যুইস্টিক আর্টজ, শঙ্কর, ধানম-ি, ঢাকা। প্রচ্ছদের আলোকচিত্র আবু হানিফ। শহুরে গায়েন-এর নামলিপি তানভীর তাওলাদ। ডিজাইন অপরাজিতা গ্রাফিকস অ্যান্ড পাবলিকেশন্স।
এ বিষয়ে ব্যান্ড দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কবি ও ছড়াকার আহমেদ বাবলু বলেন, বাংলা গান অধিকাংশই আমি, তুমি, ফুল, পাখি, নদীর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের জীবনে আরো নানান রকমের ঘটনা আছে, অভিজ্ঞতা আছে, নানা রকমের সংকট আছে। সুতরাং আমরা মানুষের সামগ্রিক জীবন, নানা অনুসঙ্গ নিয়ে গান গাই। যেমন, আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে, আমরা প্রকৃতি হারাচ্ছি, সবুজ হারাচ্ছি এ নিয়ে আমাদের গান আছে। আমাদের একই সঙ্গে প্রেম বিষয়ক গান আছে, মাকে নিয়ে গান আছে, রাজনৈতিক সচেতনতার গান আছে।