আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তোফায়েলের আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল

তোফায়েলর আসনে

তোফায়েলর আসনেসংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচা বাছাই এর ফল প্রকাশ করেছে রির্টানিং কর্মকর্তা । ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এবারের নির্বাচনে তোফায়েল আহমেদের সঙ্গে লড়াইয়ের কথা ছিল তার। কিন্তু ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ফলে এ আসনে থাকলেন কেবল তোফায়েল আহমেদ।
রোববার বিকেলে ভোলা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোলা-১ ও ভোলা-৩ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এর আগে ভোলা-২ ও ভোলা-৪ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। ভোলা-২ ও ভোলা-৪ আসনে একজন করে মোট দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি ভোলা-১ অর্থাৎ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ভোলার ৪টি আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রোববার বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও বাকি ২১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।