আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন উপজেলায় নৌকাতে পরাস্ত বিদ্রোহীরা

সংবাদচর্চা রিপোর্ট:

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত । নির্বাচনে তেমন কোন ঘটনা ঘটে নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কঠোর অবস্থানে ছিলো। এবারে নির্বাচনে বিএনপি অংশ নেয় নি। আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিলো আওয়ামীলীগ। সোনারগাঁ আড়াইহাজার রূপগঞ্জ উপজেলায় বিদ্রোহী প্রার্থীরা নৌকাতে পরাস্ত হয়েছেন।

রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহজাহান ভূইয়া । তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২৭ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাবিবুল কাদির তমাল আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯ শ ৯৫ ভোট।

আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুজাহিদুল ইসলাম হেলো সরকার বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮০হাজার ৫৮ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮শ ৮৯ ভোট। গতকাল রোববার রাত সাড়ে সাতটায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ সোহাগ হোসেন বেসরকারীভাবে এই ফলাফল ঘোষনা করেন।
আড়াইহাজারে ২ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১১৩ টি ভোটকেন্দ্রে ভোট শুরু হলেও কেন্দ্র গুলোতে তেমন ভোটার দেখা যায়নি। আড়াইহাজারে মোট ভোট পড়েছে ৩১.৬১%।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ঝর্ণা রহমান একক প্রার্থী হওয়ায় তারা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সোনারগাঁ উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৩ হাজার ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৬৫৯ ভোট।

মোশারফ হোসেন নৌকা প্রতীকে ২৭ হাজার ৩৭৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। মাহফুজুর রহমান কালাম কে দাঁড় করিয়েছিলেন জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা ।কিন্তু নৌকার ভরে খোকার প্রার্থী পরাস্ত হয়েছে। আর সোনারগায়ের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে । সোনারগায়ে ভাইস চেয়ারম্যান পদে বাবুল ওমর

টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৫ হাজার ৬৪০ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহামুদা আক্তার ফেন্সি হাসঁ প্রতীকে ২৪ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।