আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিতুমীর কলেজ শাখা ছাত্রফ্রন্টের উদ্যোগে সোভিয়েত সমাজতন্ত্রের শিক্ষা ও অর্জন র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত

নবকুমার বিশেষ প্রতিনিধি ঢাকা: গতকাল সরকারি তিতুমীর কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে সোভিয়েত সমাজতন্ত্রের শিক্ষা ও অর্জন র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।রিয়াজ মাহমুদের সভাপতিত্বে ও আনারুলের সঞ্চালনায় সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ভাবনের ১৩১৪নং কক্ষে এ আলোচনা সভা হয়েছে।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ও ঢাকা মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রোকসানা আক্তার আশা।

এ সময় নাসির উদ্দিন প্রিন্স বলেন,আমাদের সমাজটাকে শোষণ মুক্ত করে গড়ে তুলতে হবে।মানুষের মধ্যে মানুষের কোন বৈষম্য থাকবে না।সরকার কে আমাদের শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধি করতে হবে।

আশা তার বক্তৃতায় বলেন,সোভিয়েত সমাজতন্ত্রের শিক্ষার ব্যাপক অর্জন রয়েছে আমাদের সেই অর্জন ধরে রাখতে হবে।শিক্ষাখাতে ব্যাপক দুনীতি হচ্ছে তা দমন করতে হবে।

সভাপতির বক্তৃতায় রিয়াজ বলেন,তিতুমীর কলেজে ছাত্রছাএী প্রায় ষাট হাজার কিন্তু এখানে কোন ডাক্তার নেই অবিলম্বে সরকারকে দু জন ডাক্তার দিতে হবে।

সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন,আমাদের সেমিনার গুলোতে বই এর সংখ্যা বৃদ্ধি করতে হবে যথাসময়ে সেমিনার খুলতে হবে।

অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন,মেহরাব হোসেন,মেহেদী হাসান,বিধান কুমার, মাহমুদল হাসান,মাহবুব হোসেন,আকরাম উদ্দিন,আসিফ আকবর প্রমুর্খ।