সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আওয়ামীলীগের কোন আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত হয় নি। নারায়ণগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত কিছু ভৌতিক খবর প্রকাশের পর জেলা, উপজেলা ও তৃণমূল আওয়ামীলীগের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
সম্প্রতি নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খাঁন বলেছেন নারায়ণগঞ্জ ৪ আসনে আগামী নির্বাচনে শামীম ওসমানের মনোনয়ন চূড়ান্ত আপনারা নৌকায় ভোট দিবেন সবাই। নৌপরিবহন মন্ত্রীর এমন বক্তব্যের একদিন পর ঢাকা বিভাগে আওয়ামীলীগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেছেন আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত নয়। নৌপরিবহন মন্ত্রী শামীম ওসমানকে আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের কোন আসনে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত হয় নি। যারা শামীম ওসমানের মনোনয়ন চূড়ান্ত বলে যারা তা আমার জানা নাই। এ ধরণের তালিকা শেখ হাসিনা ছাড়া অন্য কেউ জানে না।
আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাবেন যারা ভোটাদের কাছে বেশি জনপ্রিয় তারা । থানা কমিটি, জেলা কমিটির নেতাকর্মীদের দিয়ে এবার আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া যাবে না।
নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন প্রায় ২ ডজনেরও বেশী সম্ভাব্য প্রার্থী।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নৌকার প্রত্যাশায় মাঠ চোষে বেড়াচ্ছে জনপ্রিয় শ্রমিক নেতা শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ¦ কাউসার আহম্মেদ পলাশ, আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য কামাল মৃধা । বর্তমান এমপি আলহাজ¦ একেএম শামীম ওসমানও চাইছে আওয়ামীলীগের মনোনয়ন। জানা গেছে ফতুল্লা সিদ্ধিরগঞ্জে ব্যাপক শিল্প কারখানা রয়েছে। শ্রমিকরা পলাশের উপর আস্থা রাখছে বেশি।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে নারায়ণগঞ্জ ২ আসনে নজরুল ইসলাম বাবুর মনোনয়ন চূড়ান্ত বলে প্রকাশ করছে। তাতে আড়াইহাজারে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগে নেমে পড়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ ও সাবেক রাষ্ট্রদূত মমতাজ উদ্দিন তাদের দু জনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে এখন পর্যন্ত আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি নৌকার পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। এখানে বিকল্প কোন আওয়ামী লীগের তেমন কোন হেভিওয়েট প্রার্থী নেই।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি দশম নির্বাচনে জাতীয় পার্টিকে ছাড় দেয়া হলেও একাদশ নির্বাচনে আর ছাড় না দেয়ার দাবীতে অনড় থেকে নৌকা প্রত্যাশী হিসেবে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ¦ মাহফুজুর রহমান কালাম, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা: জাফর চৌধুরী বীরু।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী রয়েছে। দশম নির্বাচনে জাতীয় পার্টিকে ছাড় দেয়া উক্ত আসনে একাদশ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো: শহীদ বাদল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আরজু রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতসহ বেশ কয়েকজন প্রার্থী।
সম্প্রতি নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রার্থী নিয়ে ভুতুরে ভাবে যাদের নাম প্রকাশ হচ্ছে এবিষয়ে জেলা সভাপতি আব্দুল হাই বলেন এগুলো আমার জানা নাই। এমন ভুতুরে তালিকা প্রকাশের কোন ভিত্তি নাই। আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেয়া হবে তা দলের সভানেত্রী সিদ্ধান্ত দিবেন। তবে কেন্দ্র থেকে এখনো তালিকা চায়নি। দল চাইলে জেলার পাঁচটি আসনের প্রার্থী তালিকা পাঠাবো।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম বলেন, আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী তালিকা যাদের নাম প্রকাশ করা হয়েছে তা কাল্পনিক, মিথ্যা এবং মনগড়া। কিছু সিন্ডিকেট পত্রিকা টাকা খেয়ে তাদের পছন্দের ব্যক্তিদের নাম প্রকাশ করছে যা ভৌতিক। আওয়ামীলীগের মনোনয়ন কে পাবেন তা এক মাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কেউ জানে না।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, তফসিল ঘোষণার আগে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করলে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। যে আসনে বর্তমান এমপিদের বাদ দিয়ে নতুন প্রার্থী দেওয়া হবে সেখানে ভয়ঙ্কর রূপ নেবে। একেক পত্রিকায় একেক জনের নাম আসছে আসলে কোনটা সঠিক কেউ বলতে পারছে না।